রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ভারতীয় সেনাবাহিনীর পূর্ব ভারতের সদর দফতর ফোর্ট উইলিয়ামে রবিবার ছদ্মবেশে প্রবেশ করতে গিয়ে পাকড়াও হয়েছেন এক যুবক। ধৃত ওই যুবকের নাম পলাশ বাগ। তাঁর বাড়ি কালনায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফোর্ট উইলিয়ামে পলাশ নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। তারপর সেখানে তিনি প্রবেশের চেষ্টা করেন। কিন্তু দ্বাররক্ষীরা তাঁর পরিচয়পত্র দেখতে চান। তখন তিনি তাঁর পরিচয়পত্র দেখালে দ্বাররক্ষীরা পরীক্ষা করে দেখেন সেটি জাল। এর পর ফোর্ট উইলিয়ামে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এনে পলাশের বিরুদ্ধের এফআইআর দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।
আরও পড়ুন:

যে জীবন মানেনি বাধা…

ভালোবাসা এবং ভরসা

পলাশ ফোর্ট উইলিয়ামের সাউথ গেট দিয়ে সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। এমনই অভিযোগ করেছেন সেনাবাহিনীর ইস্টার্ন কম্যাণ্ডের কমান্ডিং অফিসার জে এস কোহলী। পুলিশি তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পলাশ পূর্ব বর্ধমানের কালনার অস্তগরিয়ার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তাঁর ৩৩ বছর বয়স। বাবার নাম পাঁচু গোপাল বাগ। পলাশের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

Skip to content