সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


আকাশ থেকে সমুদ্র, পাহাড় থেকে গ্রাম, মানুষ থেকে গাছপালা সবাই গায়ে মাখে অফুরন্ত সতেজ হাওয়া। সবাই খুশি। আকাশ নীল থাকে। মাটির জন্য কালো হয়। জল আনে ফসল জীবন। মানুষ ঘাসের উপর বসে। তার জীবনসঙ্গী গাছের পর গাছ। বন্যার জলের মতো সবুজ পাতার মধ্যে মানুষ খুঁজে পায় তার বাসস্থান। সমুদ্র আর নদীরা দেখুক কীভাবে বিশুদ্ধ জল সাঁতার কাটে। পাহাড়েরা কুয়াশা আর মেঘ নিয়ে খেলতে থাক নিজেদের আকাশে। গ্রামে তৈরি হোক জীবনের সরলরেখা। স্বাধীন থাকতেই হবে। আর কোনওদিন অন্যের হাতে তুলে দেব না নিজের জীবন। দেশকে ধরে থাকবো। ধরে থাকবো মানুষের হাত।
সবাই খাবে। পরিষ্কার জলে স্নান করবে। চিকিৎসায় রোগ মুক্ত হবে। শিশু কিশোর আর যুবক যুবতী সুশিক্ষার আলোয় আলোয় উজ্জ্বল হবে। বার্ধক্যের ভারী বোঝা বহন করতে যেন না হয় প্রবীণ দেশবাসীকে। তাদের জন্য সরকার আর সমাজ যেন নিদ্রাহীন থাকে। আকাশ ভরা শান্তি থাকুক। শিক্ষা আর চেতনার শক্তিতে দেশ এগিয়ে চলুক।

হিংসা, বিবাদ, শত্রুতা, ঈর্ষা জলে ডুবে মরুক। দীপ জ্বলুক। পূর্ণিমার চাঁদের আলোয় সবাই খেতে পাক ঝলসানো রুটি। আমার প্রণাম নিও হে আমার সুমহান দেশ।

Skip to content