শনিবার ৯ নভেম্বর, ২০২৪


ফাইল চিত্র

নীরজ চোপড়াকে ঘিরে ফের পদক জয়ের আশা ভারতের। অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম থ্রোয়েই ৮৮.৩৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে তাক লাগিয়ে দিলেন। সরাসরি পৌঁছে গেলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য ৮৩.৫০ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে হতো। আর সেই কাজ প্রথম থ্রোয়েই করে ফেলেছেন নীরজ। তাঁর দ্বিতীয় সুযোগের আর প্রয়োজন হল না। যোগ্যতা অর্জন পর্বে নীরজ গ্রুপ-এ এর প্রথম প্রতিযোগী ছিলেন। তাঁর ৮৩.৫০ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে সময় লেগেছে মাত্র ১২ সেকেন্ড।
টোকিও অলিম্পিকের পর অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের খুব সহজেই ফাইনালে উঠলেন নীরজ। প্রায় দু’দশক পর তাঁর হাত ধরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফাইনালে সোনার পদক জয়ের স্বপ্ন দেখছে দেশ।
এর আগে নীরজ স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপোর পদক জিতেছিলেন। ফলে তাঁর কাছে বিশ্ব মঞ্চে ফাইনালে ওঠা খুব একটা কঠিন ছিল না। প্রথম থ্রোয়েই খুব সহজে সেই যোগ্যতা অর্জন করে নিলেন নীরজ।


Skip to content