ডিসপ্লে ও ডিজাইন
ফোনটি অনেকটা ওয়ানপ্লাস নোরড-২ এর মতোই দেখতে। এতে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। স্ক্রিন রেজলিউশন ২৪০০ x ১০৮০, ৪০৯পিপিআই। ফোনে রয়েছে করনিং গরিলা গ্লাস ৫-এর সুবিধা। এর রিফ্রেশ রেট ৯০এইচজেড। স্লিক মডেলের এই ফোনটির থিকনেসও বেশি নয়, ৮.২ এমএম।
কী কী রঙে পাওয়া যাবে
গ্রে শ্যাডো এবং জেড ফগ এই দুটি কালারে ফোনটি পাওয়া যাবে। সেই সঙ্গে এর ব্যাক প্যানেলে রয়েছে গ্লসি ফিনিস। ১৯০ গ্রাম ওজনের এই স্মার্টফোনটি সব মিলিয়ে দুর্দান্ত দেখতে।
ক্যামেরা
এই ফোনে তিনটি ব্যাক ক্যামেরা রয়েছে। এর প্রাইমারি ক্যামেরা ৫০এমপি-র। অন্য দুটি ক্যামেরার একটি ৮এমপি এবং ২এমপি-র মনো ক্যামেরা। স্বাভাবিক ভাবেই এই ফোনে ‘ফোর-কে’ রেজলিউশনের ভিডিয়ো তোলা যাবে। এর ফ্রেম স্পিড ৩০এফপিএস। ফ্রন্ট অর্থাৎ এর সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৩২এমপি-র অত্যাধুনিক ক্যামেরা। রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ-এর সুবিধাও।
কী কী প্রযুক্তির সুবিধা রয়েছে
ওয়ানপ্লাস নোরড ২টি ৫জি স্মার্টফোনটিতে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি দুটি মডেলে পাওয়া যাচ্ছে, এর একটিতে ১২৮জিবি স্টোরেজ এবং ৮জিবি র্যাম, অন্যটিতে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে ১২জিবি র্যামের সুবিধা। এতে অক্সিজেন ১২ অপারেটিং সিস্টেমের সুবিধা রয়েছে। যাঁরা স্মার্টফোনে গেম খেলতে ভালোবাসেন তাঁদের জন্য এই ফোন বেশ ভালো। এর ব্যাটারি ৪৫০০ এম এ এইচ ক্ষমতার। এতে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধাও রয়েছে।
দাম
১২৮জিবি স্টোরেজ এবং ৮জিবি র্যামের দাম২৮,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে ১২জিবি র্যামের দাম পড়বে ৩৩,৯৯৯ টাকা।