ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
শেষ পর্যন্ত বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে হামলার দায় নিল। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ প্রতিষ্ঠানের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে বিএলএ-র সদস্য বিস্ফোরণটি ঘটায়। এই ঘটনায় চিনের তিন নাগরিক-সহ মোট চার জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। শারি বালুচ ওরফে ব্রামশ নামে এক মহিলা হামলা চালিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। হামলার পর বিএলএ-র তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। এই বিধ্বংসী আত্মঘাতী হামলাকে বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচ প্রতিরোধের ইতিহাসের অন্যতম অধ্যায় বলে উল্লেখ করেছে।
CCTV footage of woman suicide attacker targeting vehicle carrying Chinese nationals within Karachi University
(video h/t @ghulamabbasshah)pic.twitter.com/PDmEtZHugb— Rezaul Hasan Laskar (@Rezhasan) April 26, 2022