মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

কলকাতা পুর নিগমের জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল ও মেকানিক্যাল) পদে কয়েকজন ছেলেমেয়ে নেওয়া হবে। কারা যোগ্য কোন পদের জন্য—

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।

বয়স
বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। ০১.০১.২০২২-এর হিসাবে।

বেতনক্রম
মূল বেতন পে লেভেল ১২ অনুযায়ী।

শূন্যপদ
১টি (তপশিলি উপজাতি)

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)

পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।

বয়স
৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে। ০১.০১.২০২২-এর হিসাবে।

বেতনক্রম
বেতন পে লেভেল ১২ অনুযায়ী।

শূন্যপদ
শূন্যপদ ৫টি (সাধারণ ৩, তপশিলি উপজাতি ১, বিশেষভাবে সক্ষম ১)।
বয়সের দিক থেকে তপশিলি, বিশেষভাবে সক্ষম, ওবিসি, আর পুরসভায় কর্মরতরা ছাড় পাবেন।

পরীক্ষার ধরন
প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায়। সেই পরীক্ষায় সফল হলে তারপর পারসোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে।

আবেদনের পদ্ধতি
আবেদন করবেন অনলাইনে। ওয়েবসাইটটি হল—www.mscwb.org। পরীক্ষার সিলেবাস ও আরও বিস্তারিত কিছু তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে। আবেদনের জন্য আপনার বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে।

আবেদনের ফি
আবেদনের যাবতীয় তথ্য দেওয়ার পর ২০০ টাকা ফি দিতে হবে।
তপশিলি জাতি ও বিশেষভাবে সক্ষম হলে ৫০ টাকা ফি লাগবে।
টাকা জমা দেওয়া হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নেবেন।


Skip to content