রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

স্টার জলসার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার সিজন ৩’। প্রতিযোগীরা এই সুপার সিঙ্গারের মঞ্চে গান গেয়ে বিচারকদের মুগ্ধ করেন। অনেকসময় বিচারকরা তাঁদর গান শুনে এতটাই খুশি হন যে সুপার ডুপার টপার বলে সম্মানিত করেন প্রতিযোগীদের। এই শো’টি সঞ্চালনা করেন অভিনেতা যিশু সেনগুপ্ত। এদিকে হাওড়ার অনীশ এই পুরো রিয়্যালিটি শো’র আয়োজন করে বসে নিজের ঘরে। হ্যাঁ, নিজের ঘরেই গোটা একটা রিয়্যালিটি শো-র আয়োজন করে তিন বছরের অনীশবন্ধু ঘোষ। ঘরের মধ্যে প্রথমে কাগজের তৈরি রঙিন রিবন দিয়ে মঞ্চ তৈরি করে। এরপর যিশু সেনগুপ্ত সেজে মঞ্চে প্রতিযোগীদের ডেকে নেয় অনীশ। তারপর নিজেই প্রতিযোগী সেজে মাইক্রোফোন হিসাবে পেন্সিল বা পেন ধরে মুক্ত কণ্ঠে গান করে সে। গান শেষে বিচারক কমেন্ট সে নিজেই দেয়। কখনও কখনও বিচারক হিসাবে অনিশ বলে, ‘ভালো। কিন্তু একটু খারাপ হয়েছে।’ তবে কখনও কখনও তাঁর গান সুপার ডুপার টপারের দাবিদারও হয়। অর্থাৎ সুপার সিঙ্গার সিজন ৩-র মঞ্চে যা যা হয়, শুরু থেকে শেষ পর্যন্ত সবটা এই ক্ষুদে একাহাতেই সামলায়। এই খবর প্রকাশ্যে এনেছিলেন অনিশের বাবা। তারপরই সুপার সিঙ্গার সিজন ৩-র অন্যতম প্রতিযোগী প্রণয় মজুমদারের সঙ্গে কথা হয় তাঁর। এবার সুপার সিঙ্গার সিজন ৩-র মঞ্চে আগমন ঘটতে চলেছে এই ক্ষুদে অনীশের। এই সপ্তাহেই শনি ও রবিবার ক্ষুদে ফ্যান অনীশের খুনসুটিতে মাতবে ‘সুপার সিঙ্গার সিজন-৩’-এর মঞ্চ। ‘সুপার সিঙ্গার সিজন-৩’-এর এই সুন্দর পর্বটি দেখতে হলে শনিবার ও রবিবার রাত সাড়ে ৯ টায় চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

Skip to content