রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

শীতকে বিদায় জানিয়ে বসন্ত আমাদের কাছে প্রায় এসে গেলো বলে। এখন বাতাসে কমছে আর্দ্রতার পরিমাণ। এই সময়ে ত্বক ও চুলের বাড়তি যত্ন প্রয়োজন। রূপচর্চায় মধুর ব্যবহার চিরকালই প্রসিদ্ধ। কিন্তু জানেন কী চুলের জন্যেও মধু বিশেষ উপকারী। কী উপায়ে?
চুল নরম করতে শ্যাম্পু করার পরে বাজার থেকে কেনা কন্ডিশনারের পরিবর্তে এক মগ জলে এক চামচ মধু মিশিয়ে মাখতে পারেন। উপকার পাবেন।
রুক্ষ চুলকে মসৃণ করতে টক দই আর মধু মিশিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ হেয়ার প্যাক। মাথায় হেয়ার প্যাক ব্যবহার করার পর যে কোনও রাসায়নিকহীন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। পেয়ে যাবেন মসৃণ চকচকে চুল।
মাথায় নতুন চুল গজাতে মধুর সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে মাথার তালুতে লাগান, যা অনায়াসেই আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে।
মধুতে থাকে নানান গুণ যা বিভিন্ন রকম সংক্রমণকে রোধ করে। ফলে নিয়মিত মধু লাগালে চুলের গোড়া শক্ত হয় এবং চুলের স্বাস্থ্য এতে ভালো থাকে।
আপনার চুল যদি খুব শুষ্ক হয় তাহলে বাদাম তেল, ডিম আর মধু একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন। এই প্যাক আপনার চুলকে নরম এবং মসৃণ করে দেবে।
চুলের পুষ্টি জোগাতে অলিভ অয়েলের সঙ্গে মধু মিশিয়ে নিয়মিত চুলে লাগান।

Skip to content