শুক্রবার ৮ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

‘ডেনা’র প্রভাব কেটেছে। শনিবার থেকেই আবহাওয়াও স্বাভাবিক হয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝকঝকে রোদ উঠেছে। আবহাওয়া দফতরও জানিয়েছে, এখনই বাংলার কোনও জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস নেই। যদিও বিক্ষিপ্ত ভাবে কোন কোন এলাকায় দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়েছে, সপ্তাহভর আকাশ এমনই থাকবে। তবে হাওয়া দফতর এও জানিয়েছে, কালীপুজো বা দীপাবলির সময় বাংলায় কোনও কওন জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা এই ক’দিন শুষ্কই থাকবে। অর্থাৎ বুধবার ভূত চতুর্দশীর দিন উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৬২: মঠ-মন্দির তৈরি করার চিন্তা বেশি করলে প্রকৃত ধর্মচর্চা থেকে মানুষ দূরে চলে যায়

গল্পবৃক্ষ, পর্ব-৩: ভাবিয়া করিও কাজ

এদিকে, উত্তরবঙ্গে সপ্তাহভর আট জেলাতেই হালকা বর্ষণ হতে পারে। উত্তরের কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিও হতে পারে। কালীপুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলাওয়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তার পর থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতে আর বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৮৬: সুযোগ্য প্রশাসকের মৃত্যুর অভিঘাত

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬৯: শ্রীমার সন্তানস্নেহ

বুধবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬.২ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Skip to content