রাধারাণী দেবী বিপ্লবের অন্য নাম। অপরাজিতা দেবী ছদ্মনামে লিখতেন তিনি। কবিতা বেশি লিখলেও গদ্যেও স্বচ্ছন্দ বিচরণ ছিল তাঁর। ১৯০৩ সালের ৩০ নভেম্বর কলকাতায় জন্ম এই মহিলা কবির। বাবা আশুতোষ ঘোষ ছিলেন ম্যাজিস্ট্রেট এবং রবীন্দ্রনাথের ভক্ত। মায়ের নাম নারায়ণী দেবী। কোচবিহারে রাধারাণী দেবীর শৈশবযাপন। ছবিরউন্নিসা গার্লস স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং মাইনর পরীক্ষায় উত্তীর্ণহয়েছিলেন। এরপর সংস্কৃত, ফরাসী, ইংরেজি ভাষায় নিজেই দক্ষতা অর্জন করেন।