বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

রসুনের নাম শুনলেই অনেকেই নাক সিটকান। কারণ এর গন্ধ অনেকেরই সহ্য হয় না। কিন্তু জানেন কি, রসুন আমাদের শরীরের পক্ষে দারুণ উপকারি। কারণ রসুনে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ। আমরা ছোটবেলা থেকেই বাড়িতে শুনে থাকি, সর্দি-কাশি হোক কিংবা গাঁটের ব্যথায় রসুন দারুণ কাজ করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, রূপচর্চার ক্ষেত্রেও রসুন খুব উপকারী। বিশেষ করে ত্বকে জেল্লা ফেরাতে এবং ত্বকের বলিরেখা দূর করতেএর জুরি মেলা ভার। কীভাবে ব্যবহার করবেন রসুন?
 

রূপচর্চায় রসুনের যাদু

 

নারকেল তেল-রসুন

নারকেল তেল বা অলিভ অয়েলে কয়েক কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। যাঁরা ব্রণর সমস্যায় ভুগছেন তাঁদের জন্য দারুণ কাজ করবে এটি।

আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল

দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং..., ৩য় খণ্ড, পর্ব-২০: অনিরুদ্ধ চাইলেই সুমনাকে ছেড়ে নতুন বৌ নিয়ে সংসার করতে পারবে না

 

ব্রণর দাগ

অনেক চেষ্টা করেও, ব্রণর দাগ উঠছে না। কয়েক কোয়া রসুন থেঁতো করে দাগের উপর লাগিয়ে দিন। এক সপ্তাহ পরেই দেখবেন দাগ হালকা হয়েছে।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

পর্দার আড়ালে, পর্ব-৫৫: বসু পরিবার-এ উত্তমকুমার দিনভর একটি শব্দই রিহার্সাল করেছিলেন, কোনটি?

 

বেসন-রসুন

পরিমাণ মতো বেসন নিন। তার সঙ্গে মিশিয়ে দিন অল্প দই এবং এর সঙ্গে মেশান এক কোয়া থেঁতো রসুন। ভাল করে এই ফেসপ্যাক ব্যবহার করুন। দেখবেন বলিরেখা খুব তাড়াতাড়ি গায়েব হয়ে যাবে।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৬: রাজার নিয়ন্ত্রণহীন অনুচরেদের কুকর্মের দায় রাজাকেই নিতে হয়

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?

 

ত্বকে আসবে লাবণ্য

তবে শুধু মেখে নয় সপ্তাহে অন্তত দু’দিন যদি এক কোয়া করে রসুন চিবিয়ে খেতে পারেন। তাহলে ত্বকে আসবে লাবণ্য! তবে রসুন খাওয়ার পর অবশ্যই ব্রাশ করে নেবেন।


Skip to content