রবিবার ১৭ নভেম্বর, ২০২৪


শুটিংয়ের ফাঁকে।

সম্প্রতি দুটি ভিন্ন স্বাদের স্বল্প দৈর্ঘ্যের ছবির শুটিং হয়ে গেল চলচ্চিত্রাভিনেতা ড. শঙ্কর ঘোষের শ্রীভূমির বাড়িতে। স্বল্প দৈর্ঘ্যের ছবি দুটি হল—‘পড়তে হবে, জানতে হবে’ এবং ‘বেস্ট ফ্রেন্ড’। দুটি ছবিতেই শুটিংয়ে অংশ নিয়েছিলেন শঙ্কর ঘোষ, আকাঙ্ক্ষা রায়, শঙ্খদীপ রায় এবং তানিশা রায়।
শিল্পী ক্রিয়েশন্সের ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার ৬:৩০ মিনিটে ‘সানডে ইভিনিং শো’তে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি দুটি দেখা যাবে। দুটি ছবির কাহিনিকার চিত্রনাট্যকার ও পরিচালক শিল্পী চক্রবর্তী। শিল্পী ইতিমধ্যে বেশ কয়েকটি শর্টফিল্ম পরিচালনা করে সুনাম কুড়িয়েছেন।
আরও পড়ুন:

ষাট পেরিয়ে, পর্ব-২১: ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্সের ঝুঁকির মধ্যে আপনি নেই তো? সতর্ক হতে হবে গোড়াতেই/১

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল

সম্প্রতি বড় পর্দায় তাঁর পরিচালিত ‘অনলাইন হবে’ ছবিটি মুক্তি পেয়েছে। এই স্বল্প দৈর্ঘ্যের ছবি দুটির চিত্রগ্রাহক কৃষ্ণচন্দ্র পাত্র। সম্পাদনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ পোদ্দার। সহকারী পরিচালক সায়ন সেন। দুটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতেই দর্শকদের সামনে বিশেষ বার্তা তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক।

Skip to content