ছবি: প্রতীকী।
এ বছর গত ১৬ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল, শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছর পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলাফল ঘোষণা করা হল। মোট ৬০টি বিষয়ে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে ১৫টি ভাষার পরীক্ষা হয়। এ বার মোট পরীক্ষার্থীয় বসেছিলেন ৭,৬৪,৪৪৮ জন। এর মধ্যে ৭,৫৫,৩২৪ জন ছিলেন ‘রেগুলার ভিত্তিতে’ পরীক্ষার্থী। মোট ৬,৭৯,৭৮৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বছর পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৯০ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯৯.৭৭ শতাংশ।
উচ্চ মাধ্যমিকে ৫৮ জন প্রথম দশে রয়েছেন। প্রথম হয়েছেন অভীক দাস। তাঁর প্রাপ্ত ৪৯৬। দ্বিতীয় হয়েছেন সাম্যদীপ সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় অভিষেক গুপ্ত। প্রাপ্ত নম্বর ৪৯৪। একঝলকে দেখে নিন প্রথম দশে রাজ্যের কোন স্কুলের কোন পড়ুয়া রয়েছেন। রইল সম্পূর্ণ মেধাতালিকা।
প্রথম স্থান
প্রাপ্ত নম্বর: ৪৯৬
দ্বিতীয় স্থান
প্রাপ্ত নম্বর: ৪৯৫
তৃতীয় স্থান
প্রাপ্ত নম্বর: ৪৯৪
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩২: কে বলে ঈশ্বর গুপ্ত?
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৭: কবির জন্মদিনে প্রিয়জনের উপহার
চতুর্থ স্থান
প্রাপ্ত নম্বর: ৪৯৩
পঞ্চম স্থান
প্রাপ্ত নম্বর: ৪৯২
ইতিহাস কথা কও, পূর্বোত্তরে ইতিহাস ঐতিহ্যে হাতি
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৭: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—বাইন ও গর্জন
ষষ্ঠ স্থান
প্রাপ্ত নম্বর: ৪৯১
সপ্তম স্থান
প্রাপ্ত নম্বর: ৪৯০
অষ্টম স্থান
প্রাপ্ত নম্বর: ৪৮৯
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৪: সারদা মায়ের মানসিক দৃঢ়তা
উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’
নবম স্থান
প্রাপ্ত নম্বর: ৪৮৮
মহাকাব্যের কথকতা, পর্ব-৬১: মহাভারতের রাক্ষসরা কী আজও বর্তমান? প্রসঙ্গ— বকরাক্ষসবধ
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২২: সরলাদেবী, এক পণ্ডিত মানুষ
দশম স্থান
প্রাপ্ত নম্বর: ৪৮৭