এক ফ্রেমে রজনী-অমিতাভ। ছবি: ইনস্টাগ্রাম।
ভারতীয় সিনেমার সব থেকে বড় তারকা অমিতাভ বচ্চন। আবার দক্ষিণী সিনেমার ‘ভগবান’ মনে করা হয় রজনীকান্তকে। এ বার অমিতাভ ও রজনীকান্ত জুটি বাঁধলেন। তবে এর আগেও তাঁদের বেশ কয়েকটি ছবিতে তাঁদের দেখা গিয়েছে। তাও হয়ে গেল প্রায় ৩৩ বছর। এ বার ইন্ডাস্ট্রির দুই তারকাকে বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। তাঁদের একসঙ্গে দেখা যাবে ‘বেট্টায়ন’ ছবিতে। রজনীকান্তের ৭৩ তম জন্মদিনে ‘বেট্টায়ন’ মুক্তি পাওয়ার কথা। আবার ‘বেট্টায়ন’ ছবির মাধ্যমেই তামিল ছবিতে অভিষেক হচ্ছে অমিতাভ বচ্চনের।
অমিতাভ ও রজনীকান্ত একসঙ্গে দেখা গিয়েছিল ৩৩ বছর আগে। ‘হম’ ছবিতে তাঁরা জুটি বেঁধেছিলেন। এ ছাড়াও এই দুই মহাতারকাকে ‘অন্ধা কানুন’ এবং ‘গ্রেফতার’ ছবিতেও দর্শকরা দেখেছেন। এই বয়সেও ক্লান্তি নেই অমিতাভ ও রজনীর। সমানে কাজ করে চলেছেন। প্রায় ৩৩ বছর পরে আবার তাঁরা একসঙ্গে হলেন। ‘বেট্টায়ন’ ছবি রজনীকান্তের ১৭০তম ছবি। তাই রজনীর প্রতি সম্মান জানিয়েই এই ছবির এমন নামকরণ করা হয়েছে। সম্প্রতি ছবির একটি পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রজনীকান্ত হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। খবর, ছবিতে অমিতাভকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ
কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন
অমিতাভ বচ্চন সমাজমাধ্যমে রজনীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন, সেখানে দেখা যাচ্ছে, দুই তারকা কোলাকুলি করছেন। অমিতাভ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘‘থালাইভা মহান রজনীকান্তের সঙ্গে আবার কাজ করতে পেরে ভীষণ সম্মানিত বোধ করছি। ইনি একটুও বদলাননি। একই রকম ভাবে মাটির মানুষই রয়ে গিয়েছেন।’’ অনুরাগীরা দুই মহাতারকার ছবি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। চলতি বছরের অক্টোবরেই রজনীকান্তের ৭৩ তম জন্মদিনে ‘বেট্টায়ন’ আসতে চলেছে।