চিয়া বীজ
● চিয়া বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার ও আয়রন। ফ্যাট খুব কম পরিমাণে রয়েছে। চিয়া বীজ খেলে দীর্ঘ ক্ষণ পেট ভর্তি থাকে। ফলে চট করে আমাদের খিদে পায় না। শারীরও বাড়তি শক্তি পায়।
শণের বীজ
● ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে শণের বীজ খাওয়া শুরু করুন। এই বী আমাদের মস্তিষ্ককে সচল রাখতেও সাহায্য করে। প্রায় ১২ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন ৩ টেবিল চামচ শণের বীজে। এই পরিমাণ প্রোটিন পেশির শক্তি বাড়াতে সহায়ক। তাছাড়া এতে থাকা ওমেগা থ্রি দ্রুত শরীরের মেদ ঝরাতেও সাহায্য করে।