শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। সতর্কতা জাড়ই করা হয়েছে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃহস্পতিবার থেকেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে অনেকটা বেড়ে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আটটি জেলায় অতি তীব্র তাপপ্রবাহ চলবে। শুক্রবারই রাজ্যের কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে আশঙ্কা।
প্রথম দফায় শুক্রবার থেকে ভোট শুরু হচ্ছে। মঙ্গলবারই রাজ্যের সর্বোচ্চ পারদ প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছিল। পানাগড়ে তাপমাত্রার পারদ চড়েছিল ৪২.৮ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী রবিববার পর্যন্ত তাপমাত্রা আরও প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গে শুক্রবার থেকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ শুরু হবে।
আরও পড়ুন:

প্রচণ্ড গরমে সতর্ক থাকুন প্রবীণেরা, একঝলকে জেনে নিন কী করবেন, কী করবেন না

পঞ্চমে মেলোডি, পর্ব-৫৯: আমার স্বপ্ন যে সত্যি হল আজ…

হাওয়া দফতর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে রাজ্যের ছ’টি জেলা অর্থাৎ দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং দুই বর্ধমান তাপপ্রবাহ চলবে। আগামী শুক্রবার থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গের ৮টি জেলা হল— পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূম। এই জেলাগুলিতে ‘সিভিয়ার হিটওয়েভ’ বা অতি তীব্র তাপপ্রবাহ চলতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: ভোটের বাজারে জমে যাবে ম্যাডাম চিফ মিনিস্টার

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২০: মানকুমারী বসু—সাহিত্য জগতের উজ্জ্বল রত্ন!

হাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। আর তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ বা ‘সিভিয়ার হিটওয়েভ’ পরিস্থিতি তৈরি হয়। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দু’দিন স্বাভাবিকের থেকে ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। তার পরের তিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৯ এপ্রিল পাঁশকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।

Skip to content