ছবি: প্রতীকী।
তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। আগামী দিনগুলিতে গরমের দাপট নিয়ে এমনই আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। উল্টে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গরমের সঙ্গে লড়তে হবে। তবে শুধু গরম নয়, চলবে তাপপ্রবাহও। আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
কলকাতাতেও তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। বুধবার আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস নেই। শহরের সর্বনিম্ন পারদ ছিল ২৯.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা ভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া দফতর জানিয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩৯.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা থাকবে ৮৯ শতাংশ। ফলে অস্বস্তি অনুভূত হবে।
আরও পড়ুন:
গরমের দিনে ত্বকের যত্নে বেসন কী ভাবে ব্যবহার করবেন?
মুভি রিভিউ: ভোটের বাজারে জমে যাবে ম্যাডাম চিফ মিনিস্টার
হাওয়া দফতরের রিপোর্ট বলছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সোমবার ৭টি জায়গার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। মঙ্গলবার সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়। মঙ্গলবার ১৪টি জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়ায়। তবে উত্তরবঙ্গবাসীরা কিছুটা স্বস্তি পাবেন। কারণ, হাওয়া দফতরের পূর্বাভাস— মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়া অন্য জেলাগুলি বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি পূর্বাভাস রয়েছে।