রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

শীত বিদায় নিয়েছে। আবহাওয়ায় গ্রীষ্মের প্রকোপ দেখা দিতে আরম্ভ করে দিয়েছে। গরমে শরীরের অবস্থা যেমন খারাপ হতে শুরু করে, তেমনই এই আবহাওয়ার প্রভাব পড়ে ত্বকের উপরও। এই ঋতুতে শুষ্কতা, রুক্ষতা, চুলকানি নিত্যসঙ্গী হয়ে ওঠে। ফলে এ সময় ত্বকের চাই অতিরিক্ত যত্ন। তার জন্য বার বার বিউটি পার্লারে যাওয়ার দরকার নেই। কিছু নিয়ম মেনে চললেই ত্বকে বসন্তের ছোঁয়া লাগতে পারে।
 

ঔজ্জ্বল্য ধরে রাখবে টোনার

ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে রোজ ব্যবহার করুন টোনার। ত্বক সতেজ রাখতে টোনার ব্যবহার করা প্রয়োজন। এই সময়ে ত্বক বেশি তৈলাক্ত হয়ে যায়। তেল জমে ত্বকের ছিদ্রমুখে জমা হয়। জমে থাকা এই তৈলাক্ত উপাদান দূর করতে টোনার দারুণ কাজ করে। এই টোনার তৈরি করতে গোলাপ জল, জাফরন ও টোনার একসঙ্গে মেশান। রাতে ঘুমোনোর আগে ত্বকে এই টোনার মাখতে পারেন। এর ফলে ত্বক মসৃণ, নরম ও পরিষ্কার থাকবে।

আরও পড়ুন:

পাকা বেদানা চেনতে জহুরি হওয়ার দরকার নেই, এই সব টিপস জানলেই হল

এই ৫ অভ্যাস অল্প বয়স থেকে করতে পারলে দূরে থাকবে রোগ

 

মুখ-হাত পরিষ্কার রাখুন

দিনে তিন বার অন্তত ভালো ভাবে মুখ-হাত পরিষ্কার করুন। তা পরে সারা শরীরে ময়েশ্চারাইজার মাখুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। এই সময়ে ত্বকের শুকিয়ে যাওয়ার প্রবণতা বেশি। তাই ময়েশ্চারাইজার মাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩৯: ইন্দুমতী ও সুরবালা

মুভি রিভিউ: বড়পর্দায় সোনাক্ষী-হুমার জোড়া ধামাকা ‘ডবল এক্সএল’

 

সানস্ক্রিন

এই সময়ে বাইরে বেরোনোর আগে ত্বকে সানস্ক্রিন মেখে নেওয়া উচিত। অল্প সময়ের জন্য বেরোলেও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। চড়া রোদে বেরোনোর আগে সব সময়ে বেশি এসপিএফের সানস্ক্রিন মাখাই ভালো।
 

বিশুদ্ধ নারকেল তেল

বিশুদ্ধ নারকেল তেল স্নানের আগে কিংবা পরে সারা শরীরে মাখুন। এর ফলে ত্বক মসৃণ হয়। আবার খাঁটি নারকেল তেল তেমন ভারী নয়, তাই এ সময়ে সূর্যের তাপ বাড়লেও নারকেল তেলের কারণে ত্বকে তেমন অস্বস্তি হবে না।


Skip to content