বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


(বাঁ দিকে) অঞ্জলী চট্টোপাধ্যায়। (ডান দিকে) অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মা অঞ্জলি চট্টোপাধ্যায় প্রয়াত হলেন। অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। চিকিৎসার জন্য তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স তাঁর হয়েছিল ৮২ বছর।
দীর্ঘ দিন ধরেই অঞ্জলিদেবী বয়সজনিত কারণে ভুগছিলেন। তিনি ছিলেন স্বল্পাহারী। সম্প্রতি শাশ্বতর মায়ের শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এমন পরিস্থিতিতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শাশ্বত জানিয়েছেন, ‘‘গত ৪ মার্চ মাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর রক্তচাপ কমে গিয়েছিল। সেই সঙ্গে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও কমেছিল। তার পর সব শেষ হয়ে গেল।’’ জানা গিয়েছে, অঞ্জলিদেবী কিছু দিন আগে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। পায়ে চোট থেকে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যায়। মায়ের অসুস্থতার খবর পেয়ে মুম্বইয়ের সমস্ত শুটিং বাতিল করে কলকাতায় আসেন শাশ্বত।
আরও পড়ুন:

আগামী মাসেই গত ৫০ বছরের মধ্যে দীর্ঘতম পূর্ণগ্রাস গ্রহণ, কবে, কত ক্ষণ চাঁদের আড়ালে থাকবে সূর্য?

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-২৫: গোপন প্রেমিকার মতোই সে রোজ কিছুক্ষণের জন্য দেখা দিয়েই চলে যায়

অঞ্জলির প্রয়াণে টলিউডে শোকের ছায়া। অঞ্জলির চট্টোপাধ্যায়ের স্বামী বিখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তারকা-পত্নী হলে তিনি বরাবরই নিজেকে প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন। শুভেন্দু প্রয়াত হন ২০০৭ সালে। মায়ের প্রয়াণে মানসিকে ভাবে ভেঙে পড়েছেন শাশ্বত। আজ বৃহস্পতিবার অঞ্জলির চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

Skip to content