বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


উনিশ শতকের নারীশিক্ষা নারী স্বাধীনতা নিয়ে কথা বলব অথচ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির প্রসঙ্গ আসবে না— এ অসম্ভব। ঠাকুরবাড়ি নারী স্বাধীনতার বিষয়ে প্রথম অগ্রণী ভূমিকা নিয়েছিল। ঠাকুরবাড়ির কন্যা এবং পুত্রবধূরাও বাঙালি মেয়েদের সামনে দৃষ্টান্ত স্বরূপ। আজ আমাদের কথকতা জ্ঞানদানন্দিনীকে নিয়ে। দেবেন্দ্রনাথ ঠাকুরের কৃতি সন্তান সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী! সত্যেন্দ্রনাথ আদর করে তাঁকে ডাকতেন—‘জ্ঞেনুমনি’! আমরা সকলেই তাঁকে প্রগতিশীল, আধুনিক, দিগন্তসৃষ্টিকারী এক মহীয়সী হিসেবে জানি।

Skip to content