Skip to content
বৃহস্পতিবার ১০ এপ্রিল, ২০২৫


মস্তিষ্ক বিষয়টা এমনিতেই বেশ জটিল। আর তা যদি মহিলাদের হয়, তা হলে কথাই নেই। মেয়েদের মনের মতো মস্তিষ্কের হদিশ পাওয়াও বেশ কষ্টকর। আর মেয়েদের কার্যকলাপের প্রভাব যখন এসে পরে পুরুষদের ওপর, তখন সেই মস্তিষ্কের খবর একটু জেনে রাখতে হয় বইকি।