বৃহস্পতিবার ১৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

ডায়াবেটিক রোগীদের জন্য ভালো খবর। মূলত যাঁরা টাইপ-১ ডায়াবিটিসের শিকার, তাঁদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য ইনসুলিনের উপর নির্ভর করা ছাড়া অন্য কোনও উপায় থাকে না। অনেকের কাছে ‘ইনসুলিন শট’ নেওয়া খুবই কষ্টকর। আবার বাড়ির বাইরে থাকাকালীন সব সময় ইনসুলিন নেওয়া সুবিধাজনকও নয়। হায়দরাবাদের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা ইনসুলিনের ওরাল স্প্রে শীঘ্রই বাজারে আনতে চলেছে। এর নাম দেওয়া হয়েছে, নিডলফ্রি টেকনোলজিস ওজুলিন।
আর ইনসুলিন নেওয়ার সময় যন্ত্রণা সহ্য করতে হবে না। এবার ডায়াবেটিকরা কেবল মুখে ‘নিডলফ্রি টেকনোলজিস ওজুলিন’ স্প্রে করেই ইনসুলিনের ডোজ নিতে পারবেন। এ প্রসঙ্গে ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, এই ওরাল স্প্রে ইনসুলিন আগামী দু’তিন বছরের মধ্যেই বাজারে পাওয়া যাবে। সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা কে কটেশ্বরা রাও বলেন, ‘নিডলফ্রি টেকনোলজিস ওজুলিন’ ছাড়পত্রের জন্য সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে আবেদন করা হয়েছে। ওই ছাড়পত্র পেলেই মানব শরীরে ট্রায়াল শুরু হবে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২০: সুন্দরবনের বসন্ত রোগ নিরাময়কারী দেবী শীতলা

সন্তানের দ্রুত বুদ্ধির বিকাশ হয় আদর করলে, বলছে গবেষণা

এমন অনেকেই ডায়াবেটিক আআছেন, যাঁদের দিনে তিন থেকে চার বার পর্যন্ত ইনসুলিন নিতে হয়। এর জন্য তাঁদের প্রতিদিন সুচের যন্ত্রণা সহ্য করে চলতে হয়। ওরাল স্প্রে ইনসুলিন ‘নিডলফ্রি টেকনোলজিস ওজুলিন’ বাজারে এলে বহু মানুষ নিত্যদিনের এই যন্ত্রণা থেকে রেহাই পাবেন।

Skip to content