শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


অভিনেতা দেব আনন্দ। ছবি: সংগৃহীত।

প্রয়াত অভিনেতা দেব আনন্দ মুম্বইয়ের জুহু এলাকায় ১৯৫০ সালে বাড়ি বানিয়েছিলেন। সেই বাড়ি এ বার বিক্রিও হয়ে গেল। এক ‘রিয়েল এস্টেট’ কোম্পানি প্রায় ৪০০ কোটি টাকায় বাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছে। এই বাংলোতেই দেব আনন্দ স্ত্রী কল্পনা কার্তিক, সন্তান সুনীল আনন্দ এবং দেবীনা আনন্দের সঙ্গে জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন। অভিনেতা প্রায় ৪০ বছর এই বাসভবনে কাটিয়েছেন।
খবর, এ বার নাকি বাড়িটি ভাঙার কাজ শুরু হবে। অভিনেতা যখন মুম্বইয়ের জুহু এলাকায় বাড়ি বানিয়েছিলেন, তখন ওই এলাকা ফাঁকাই পড়েছিল। অভিনেতার কথায়, ‘‘এলাকাটি একেবারেই গ্রাম ছিল। চারদিক খাঁ খাঁ করছে। তবে আমার ওই নিঃসঙ্গতা পছন্দ বলে জায়গাটি ভালো লেগেছিল।’’
আরও পড়ুন:

শোভিতাকে ছেড়ে কি ‘উ অন্তাভা’ অভিনেত্রীর কাছেই ফিরছেন নাগা? কোন ইঙ্গিত দিলেন সামান্থা?

চলো যাই ঘুরে আসি, চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৩: বাইগা বস্তি হয়ে ভোরামদেব মন্দির

সময় যত এগিয়েছে জুহু এলাকাটিও ততই জমজমাট হয়েছে। দেব আনন্দ বলেন, ‘‘জুহু আর সেই আগের মতো নেই। একেবারেই বদলে গিয়েছে। এখন জমজমাট ওই এলাকায় লোকজনে ভরা। সব চেয়ে বেশি ভিড় হয় রবিবারে। ব্দলেছে সমুদ্রতটও। আর কোনও পার্কও নেই আমার আইরিস পার্কের বাসভবনে। বাড়ির বাইরে চারটি বাংলো এবং একটি স্কুলও তৈরি রয়েছে।’’
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৬: অ্যালেন, দেখলেন, খেলেন

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৮: ফ্রানজ বেকেনবাওয়ার: মহাকাল তাঁকে মনে রাখবে

দেব আনন্দের স্টুডিয়ো বিক্রি করা হয়েছিল ১০ বছর আগে। এ বার পানভেলের বেশ কিছু সম্পত্তি ও জুহুর বাড়িও বিক্রি হয়ে গেল। আসলে বাংলোটি এখন দেখভাল করার কেউ নেই। বাড়িটি তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে। কারণ দেব আনন্দের দুই সন্তানই মুম্বইয়ের বাইরে থাকেন। তাই তাঁরা বাংলোটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই বাংলো ভেঙে হবে ২২ তলা বিলাসবহুল আবাসন তৈরি হবে বলে খবর।

Skip to content