সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


রোদন-ভরা শ্রাবণ, শ্রাবণের বাইশে। সেদিনই ঘটেছিল মহাকবির মহাপ্রয়াণ। হৃদয়বান বাঙালি ওই দিন কেঁদেছিল। চোখের জলে বিদায় জানিয়েছিল প্রিয় কবিকে। এত বছর পরও বাইশ এলে গোপন বিষাদ মনের আনাচেকানাচে ছড়িয়ে পড়ে। আমাদের মন খারাপ হয়। শুধু বাইশে শ্রাবণেই মনে হয় তিনি নেই। সারা বছর প্রতিদিনে প্রতি মুহূর্তে তিনি সঙ্গে থাকেন। তাঁর উপস্থিতি টের পাই।

গানে: স্রোতস্বিনী, সঞ্চিতা ও সীমন্তিনী।


Skip to content