রবিবার ১০ নভেম্বর, ২০২৪


শাহরুখ, ফারহান ও রণবী।

‘ডন ৩’ ছবি নিয়ে বলিউডে এখন চর্চা তুঙ্গে। ‘ডন’ এবং ‘ডন ২’ ছবির পরে ‘ডন ৩’ ছবিতে শাহরুখ খানেরই ফেরার কথা ছিল। তবে এই মুহূর্তরে খবর, ‘ডন ৩’-তে অভিনয় করতে রাজি হননি কিং খান। তাহলে শাহরুখের জুতোয় পা গলাতে কোন অভিনেতা এই নিয়ে চর্চা শুরু হয় জোরকদমে। তবে শোনা যাচ্ছে, পরিচালক ফারহান আখতার নাকি শাহরুখের বিকল্প হিসেবে সেই অভিনেতাকে পেয়েও গিয়েছেন। বলিপাড়ায় গুঞ্জন, ‘ডন ৩’ ছবিতে শাহরুখের বদলে রণবীর সিংহকে দেখা যাবে।
রণবীরের জন্মদিন আগামী ৬ জুলাই। ছবির নির্মাতারা নাকি রণবীরের ৩৮তম জন্মদিনে ‘ডন ৩’-র জন্য অভিনেতার নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন। ডন’ মুক্তি পায় ২০০৬ সালে। ২০১১ সালে মুক্তি পায় ‘ডন ২’। দুই ছবিই বক্স অফিসে সাফল্যে পায়। অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল। ‘ডন ২’ মুক্তির প্রায় এক যুগে আবার ‘ডন ৩’ নিয়ে চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন:

‘পুষ্পা: দ্য রুল’-এ অল্লুকে টক্কর দেবেন বলিউডের তারকা অভিনেতা, আর কী কী যোগ হচ্ছে দ্বিতীয় ভাগে?

ষাট পেরিয়ে, পর্ব-১৯: বয়স হয়েছে তাই ওজন কমে যাচ্ছে—এই ধারণা কি আদৌ ঠিক? পর্ব-৪

সূত্রের খবর, ফারহানের চিত্রনাট্য লেখার কাজ নাকি প্রায় শেষের পথে। এমন সময় খবর মেলে, শাহরুখ নাকি ‘ডন ৩’-র জন্য রাজি নন। ফলে তড়িঘড়ি শুরু হয় বিকল্প অভিনেতা খোঁজার কাজ। এক সময় ‘ডন’ চরিত্রটির জন্য নিজের কথাও ভেবেছিলেন পরিচালক ফারহান। কিন্তু অভিনেতা-পরিচালক আবার ‘চ্যাম্পিয়ন্স’ ছবির জন্য আমিরের সঙ্গে জুটি বেঁধেছেন। ফলে রণবীর সিংহকেই শেষমেশ ডন চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে। এদিকে চলতি মাসেই মুক্তি পেতে চলেছে রণবীরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’।

Skip to content