রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


শুক্রবার চুঁচুড়ার হুগলি মহসিন কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী সমারোহে পালিত হল। অনুষ্ঠানের শুভ সূচনা হয় কলেজেরই এক ছাত্রীর নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে। তার পর রবীন্দ্র-নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করেন কলেজের অধ্যক্ষ ড. পুরুষোত্তম প্রামাণিক। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্রছাত্রী, প্রাক্তনী সংসদ এবং শিক্ষা সহায়করা।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬৪: কবির ভালোবাসার নজরুল

উত্তম কথাচিত্র, পর্ব-৩৬: যুগে যুগে যা ‘সবার উপরে’

দশভুজা: পিকনিক দল থেকে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু: তাঁর লেন্সের বিস্তৃতি ছিল বিস্ময়কর

অনুষ্ঠানে কলেজের অন্যতম অঙ্গ হিসেবে প্রাক্তনী সংসদ তাঁদের সংগীত ও আবৃত্তি পরিবেশনা করে। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগ ও সেমেস্টারের ছাত্র-ছাত্রীরাও এই অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্য সুন্দর ভাবে উপস্থাপনা করে। এই রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অন্য মাত্রা লাভ করে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রীদের সমবেত গীতি আলেখ্য নিবেদনের মধ্য দিয়ে।

Skip to content