সেই ধাতব বস্তু। সংগৃহীত।
আচমকা আকাশ থেকে বিশালাকৃতির একটি ধাতব বস্তু পড়ল জঙ্গলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জঙ্গলের মধ্যে পড়া ওই ধাতব বস্তুটিকে পুলিশ ঘিরে রেখেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে গোয়ালতোড়ের ধামোচার বাসিন্দারা জঙ্গলে বিকট শব্দ শুনতে পান। এর পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যান। তাঁরা সেখানে দেখেন পান জঙ্গলের মধ্যে বিশালাকৃতির একটি বেলনাকার ধাতব পড়ে রয়েছে। আকাশ থেকে পড়ার জন্য সেটি কিছুটা ভেঙে গিয়েছে। তবে ওই বস্তুটি ঠিক কী, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। বস্তুটিকে দেখতে বহু মানুষ ভিড় জমান।
আরও পড়ুন:
এই প্রথম কোনও ভারতীয় ছবি রিমেক হবে কোরিয়ায়! অভিনয়ে ‘প্যারাসাইট’-এর নায়ক সং ক্যাং হো
সকাল-সন্ধে, রোজই মুড়ি খাচ্ছেন? ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে না তো
স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাতব বস্তুটি ঘিরে ফেলে। এর পরে কলাইকুণ্ডা যুদ্ধবিমান ঘাঁটিতে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ওই ধাতব বস্তুটি যুদ্ধবিমানের বাড়তি অয়েল ট্যাঙ্কার। এ প্রসঙ্গে পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, ‘‘অয়েল ট্যাঙ্কার উদ্ধারের পরে বিষয়টি বায়ু সেনাকে জানানো হয়েছে।’’