ছবি: প্রতীকী।
বৃষ্টি হলেও মিলছে না স্বস্তি। শনিবার সকালই থেকে চড়া রোদ। যত বেলা গড়াবে ততই বাড়বে অস্বস্তি ভাব। কিছু দিন ধীরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর শনিবারও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। যদিও এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে। আবহবিদেরা এমনটাই মনে করছেন। এমন পূর্বাভাসও দেওয়া হয়েছে, আগামী কয়েক দিনে কলকাতায় তাপমাত্রার পারদ আরও বাড়বে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় শনিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণের সব জেলাগুলিতে সোমবার থেকে আবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আরও পড়ুন:
রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৫: আর্য কোথায়
দ্রুত ওজন কমাতে ভরসা রাখবেন কোন মরসুমি ফলের উপর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া দফতর। উত্তরের সব জেলাগুলিতে শনিবার থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। বৃষ্টির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির কথা জানিয়েছে হাওয়া দফতর জানিয়েছে। আগামী ৫ দিনে বাংলার তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পেতে পারে। রাজ্যে গরম বাতাস প্রবেশ করছে উত্তর-পশ্চিম দিক থেকে। সে জন্যে পারদ ঊর্ধ্বমুখী বৃদ্ধি পেতে পারে। শনিবার কলকাতার সর্বোচ্চ পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।