ছবি: প্রতীকী।
এমন পরিস্থিতিতে যিনি সব আবেগকে পুঁজি করে ভালোবেসে গেলেন সারা জীবন তাঁর ক্ষেত্রে অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। অন্তত এটা হওয়াটাই স্বাভাবিক। এই রকম অনুভূতি আপনার তখনই হবে যখন আপনার সঙ্গীর প্রথম পছন্দ আপনি কোনওদিনই ছিলেন না। আপনার আগেও কেউ বা কিছু তাঁর জীবনে আছে। সঙ্গীর বিশেষ কয়েকটি লক্ষণ দেখে আপনি সহজেই তা বুঝে যেতে পারবেন।
ঘন ঘন পরিকল্পনা বাতিল
দু’জনে একসঙ্গে অনেকদিন পর কোথাও বেরোবেন বলে আশা করে বসে আছেন।হঠাৎ করেই শেষ মুহূর্তে আপনার সঙ্গী কাজ পড়ে গিয়েছে বলে সেই পরিকল্পনায় জল ঢেলে দিলেন। এর থেকে বোঝা যায় যে, যা কাজই থাকুক সেটি তাঁর কাছে আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে বলে রাখা ভালো, আগে থেকেই ভুল বুঝবেন না। হতেই পারে সঙ্গত কোনও কারণেই পরিকল্পনাটি ভেস্তে দিয়েছে সে।
উভয়ের স্মরণীয় মুহূর্তগুলি মনে না রাখা
দু’জনের একসঙ্গে গড়ে তোলা সুন্দর মুহূর্তগুলি আপনার ভালো থাকার রসদ হলেও আপনার সঙ্গীর হয়তো কিছুই মনে নেই। হতে পারে আপনার কাছে ওই মুহূর্তগুলি যতটা দামি, অপরদিকের মানুষটির কাছে সেই সুন্দর মুহূর্তগুলির আলাদা করে কোনও অস্তিত্ব নেই।
বড়ই ছোট বক্ষযুগল? মালিশ থেকে আসন, স্তনের মাপ বাড়ানোর অনেক ঘরোয়া উপায় আছে
ষাট পেরিয়ে, পর্ব-১০: ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ, আপনি সতর্ক তো?
পূর্ব পরিকল্পনা পছন্দ করেন না
সিনেমা দেখতে যাওয়া হোক বা রেস্তঁরায় খেতে যাওয়া, নিদেনপক্ষে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রেও কি আগে থেকে পরিকল্পনা করতে আপনার সঙ্গী একেবারেই চান না? এই রকম বারবার হলে ধরে নেওয়া যেতে পারে যে তাঁর অন্য কোনও পরিকল্পনা আছে হয়তো। যার গুরুত্ব আপনার চেয়েও তাঁর জীবনে অনেক বেশি। সেই পরিকল্পনাটির উপর নির্ভর করছে আপনার সঙ্গে সময় কাটানোর বিষয়টি।
বেগুন ভর্তা তো খেয়েছেন, এবার ঝটপট তৈরি করে ফেলুন লাউপাতার ভর্তা, রইল রেসিপি
সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ, কেন তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়ঙ্কা?
দরকার ছাড়া কথা বলতে না চাওয়া
ভালোবাসেন বলে দিনের প্রতিটি মুহূর্ত কাছাকাছি থাকতে হবে বা কথা বলে যেতে হবে এমন কোনও মানে নেই যেমন, তেমনই প্রয়োজন দরকারী কিছু কথা বলা। আপনার সঙ্গী ব্যস্ততার দোহাই দিয়ে যদি এড়িয়ে যান প্রায়ই, অথচ নেটমাধ্যমে সব সময় সক্রিয় আছেন তিনি। সেক্ষেত্রে ধরে নেওয়া যায় আপনার চেয়ে তাঁর কাছে গুরুত্বপূর্ণ কিছু একটা আছে।