শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

যুবক গিয়েছিলেন নিজের বিয়ের জন্য পাত্রী দেখতে। কিন্তু মন দিয়ে বসলেন পাত্রীর পাশে বসে থাকা হবু শাশুড়িকেই। হবু শাশুড়িও অবশ্য যুবকের প্রস্তাবে বাধা দেননি! মন দেওয়া-নেওয়ার পর্ব মিটতেই দু’জনে সে রাতেই ঘর ছাড়েন। পাত্রীর পরিবারের দাবি, তাঁরা দুজনই অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন। এদিকে, স্ত্রীকে ‘হারিয়ে’ ওই মহিলার স্বামী তাঁর ছবি হাতে পুলিশে কাছে অভিযোগ জানিয়েছেন।
ঘটনাটি মালদহের গাজোল থানার করকচ পঞ্চায়েতের ইচাহার গ্রামের। ওই মহিলার স্বামীর কথায়, কিছু দিন হল বাড়ি থেকে তাঁর স্ত্রী পালিয়েছেন। খোঁজ করলেও তাঁর হদিস পাওয়া যায়নি। অবশেষে এ নিয়ে নিয়ে তিনি সোমবার গাজোল থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি শুরু করেছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৩০: দিনের পরে দিন গড়ে যায় ‘বিধিলিপি’

দাঁতের দাগে সবার সামনে মুখ খোলাই দায়? রয়েছে দাগ তোলার ঘরোয়া উপায়

মহিলার স্বামী এও বলেন, ”বিবাহযোগ্যা মেয়ে রয়েছে বাড়িতে। মেয়ের বিয়ের জন্য ভালো পাত্রের খোঁজ চলছিল। গাজোলের এক যুবক গত ২৫ মার্চ বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে মেয়েকে দেখতে এসেছিলেন।’’ মহিলার স্বামীর দাবি, তার পর থেকেই তাঁর স্ত্রীর নিখোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি জানিয়েছেন, ‘‘সে দিন ওই যুবক মেয়ের সঙ্গে কথাবার্তা শেষ হলে বেরিয়ে যান। ওই যুবক চলে যাওয়ার পরেই আমার স্ত্রীও বাজারে যাওয়ার নামে বাড়ি থেকে বেরয়। তার পর ও আর বাড়ি ফেরেনি। পরিবারের এও দাবি, বাড়িতে বিবাহযোগ্য মেয়ে-সহ ৩ সন্তানকে রেখে হবু শাশুড়ি হবু জামাইয়ের সঙ্গে পালিয়েছেন।’’
আরও পড়ুন:

মেদ নিয়ে দুশ্চিন্তা? চিন্তা নেই, খেলাচ্ছলেই সুঠাম এবং সুগঠিত দেহের অধিকারী হয়ে উঠতে পারেন

বিধানে বেদ-আয়ুর্বেদ: রক্তাল্পতায় ভুগছেন? জানুন আয়ুর্বেদ মতে প্রতিকারের উপায়

অনেক খোঁজাখুঁজির পরও মহিলার হদিস মেলেনি। মহিলার পরিবারের সদস্যদের দাবি, দিন কয়েক পরে ‘রহস্য’ ফাঁস হয়। তাঁরা জানতে পারেন, যে যুবকটি মেয়েকে দেখতে এসেছিলেন, হবু শাশুড়ি তাঁর সঙ্গেই অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন। এর পরে স্ত্রীকে ফিরে পেতে ওই মহিলার স্বামী গাজোল থানায় অভিযোগ জানান।

এ প্রসঙ্গে মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, ‘‘স্ত্রী নিখোঁজের বিষয়ে গাজোল থানায় ওই মহিলার স্বামী অভিযোগ দায়ের করেছেন। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে।’’

Skip to content