রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


কণিকা টেকরিওয়াল

কণিকা টেকরিওয়ালের বয়েস মাত্র ২২ বছর। এই বয়সেই তাঁর মাথায় চাপে বসে ব্যবসার ঝোঁক। আর যেই না ঝোঁক চাপা তেমনি সটান কাজে নেমে পড়া। তবে আপনারা জানলে অবাক হবেন, কণিকা আকাশপথে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করতে চান। কণিকার সংস্থা এমন একটি সংস্থা যা প্রাইভেট জেট ও হেলিকপ্টার ভাড়া দেয়। তাঁর স্বপ্নের প্রতিষ্ঠানের নাম ‘জেট সেট গো’। মাত্র ২২ বছর বয়সেই তিনি শুরু করে দেন প্রাইভট জেটের স্টার্টআপ ব্যবসা। কিন্তু এই বছরই ক্যানসারে আক্রান্ত হন তিনি। দুরারোগ্য এই ব্যাধিতে আক্রান্ত হলেও পরিবারের প্রায় সকলের অনিচ্ছা সত্ত্বেও কেবল মনের জোরে এই ব্যবসা শুরু করেন। কারণ তিনি আকাশে সীমাহীন ভাবে উড়তে চেয়েছিলেন। সবে ১০ বছর তিনি ব্যবসা করেছেন। আর মাত্র ৩২ বছর বয়সে তিনি এখন দশ দশটি প্রাইভেট জেটের মালিক।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে চেন্নাইতে রক্ষণশীল মাড়ওয়ারি পরিবারে জন্মানোর পর হোস্টেলে পড়াশোনা করে মুম্বাইতে এসে অর্থনীতিতে স্নাতক হন। তারপর একটি ডিপ্লোমা কোর্স করেন। শেষে এমবিএ। কিন্তু যখন তিনি ছাত্রী ছিলেন তিন বছর ধরে তার এই ব্যবসায়িক ভাবনায় তিনি শান দিয়েছিলেন। বিভিন্ন ধরনের ব্যবসার নকশা তিনি করেছিলেন। অবশেষে তার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়া। তারপরই তিনি এই ব্যবসায় নেমে পড়ার সিদ্ধান্ত নেন। এই ব্যবসায় যেমন সাফল্য এসেছে বাধাও কম ছিল না। বাবার আবাসন ব্যবসা। এই ব্যবসা করতে প্রচুর কাঠ-খড় পোড়াতে হয়েছে তাঁকেও। অনেক দালালের বাধার সম্মুখীন হয়েছেন তিনি। কিন্তু থমকে না থেকে কেবল সামনের দিকে এগিয়ে চলেছেন। তাই তাঁর জীবনের মূলধন -সবসময় এগিয়ে চলতে হয় আর ভাবনায় শান দিতে হয়। তাহলে সাফল্য একদিন না একদিন ধরা দেবেই।

Skip to content