শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

বিদায় বেলায় ভালোই ব্যাটিং করছে শীত। শুক্রবারও একধাক্কায় অনেকটা তাপমাত্রার পতন হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর, কলকাতা-সহ সারা রাজ্যেই আগামী তিন দিন ঠান্ডা একই রকম থাকবে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে আস্তে আস্তে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। যদি হাওয়া দফতরের রিপোর্ট মিলে যায়, তাহলে মাঘ মাসের সঙ্গে পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত। প্রবেশ করবে অপেক্ষারত বসন্ত।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কমে হয়েছে ১৫.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে। ২৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বাংলার আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: সুধীর মিশ্রের ‘আফওয়া’ নতুন প্রজন্মকে অন্যায়ের প্রতিবাদ করতে সাহস জোগাবে

বড়ই ছোট বক্ষযুগল? মালিশ থেকে আসন, স্তনের মাপ বাড়ানোর অনেক ঘরোয়া উপায় আছে

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে। তবে হাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির জন্য সাময়িক ভাবে ঠান্ডা ফিরলেও কনকনে শীতের আমেজ চলতি মরসুমের জন্য আর ফিরবে না। উলটে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। এ প্রসঙ্গে আবহবিদরা মনে করছেন, এরকম তাপমাত্রা এই সময়থা এক প্রকার অস্বাভাবিক বলেই ধরে নেওয়া যায়। মূলত উত্তুরে হাওয়ার জন্যই আবহাওয়ার এই পরিবর্তন।

Skip to content