ছবি: প্রতীকী। সংগৃহীত।
শেষ মুহূর্তে ফিরে আসার ইঙ্গিত দিল শীত। বুধবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২০ ডিগ্রি। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তা কমে দাঁড়িয়েছে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রার পারদ আগামী কয়েক দিন আরও একটু কমবে। ফলে মাঘের শেষে আরও কিছু দিন শীত উপভোগ করা যাবে।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। অর্থাৎ তেমনটা হলে, মাঘ মাসেই শীত পাকাপাকি ভাবে বিদায় নেবে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে কুয়াশা থাকতে পারে।
আরও পড়ুন:
হাতে সময় খুব কম? বাড়িতেই ধ্যান করতে চান? এ ভাবে মনের মতো পরিবেশ তৈরি করুন
মুভি রিভিউ: মিথ না মিথ্যা? কোনটা বেশি সিরিয়াস? প্রশ্ন তুলল নওয়াজউদ্দিনের ‘সিরিয়াস মেন’
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন পারদ ১৬.৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এই তাপমাত্রা আগামী কয়েক দিন আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আর আগামী সপ্তাহ থেকে আস্তে আস্তে শীত কমতে পারে বলে আবহাওয়া দফতরের ইঙ্গিত।