বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

ধীরে ধীরে বাংলা থেকে উধাও হচ্ছে শীত! কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় এত নিয়ে টানা চার দিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আজ শনিবারও তার অন্যথা হয়নি। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পারদ বেড়েছে ৫ ডিগ্রির সেলসিয়াসেরও বেশি। শুক্রবার শহরের সর্বনিম্ন পারদ ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। হাওয়া অফিস সূত্রে খবর, বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজ এই সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেড়ে হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি! ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে শহরের সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ স্বাভাবিকর থেকে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

বিচারপতি রাজাশেখর মান্থার আদালত অবমাননার রায়ের বিচার করতে বেঞ্চ গঠন করল কলকাতা হাই কোর্ট

ছোটদের যত্নে: বাচ্চা খেতেই চায় না? কী করে খিদে বাড়াবেন? কখন চিকিৎসকের কাছে যাবেন? জানুন শিশু বিশেষজ্ঞের মতামত

এ বার পশ্চিমের যে সব জেলাগুলিতে জমিয়ে ঠান্ডা পড়েছিল, সে সব জেলায় এখন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি করে বেড়েছে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায়।
তবে তাপমাত্রার তেমন হেরফের হয়নি উত্তরের জেলাগুলোতে। কয়েকটি জেলায় সামান্য কমেছে তাপমাত্র। তবে এখনও যথেষ্ট শীতের দাপট রয়েছে কার্শিয়াং এবং দার্জিলিঙে।
আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-২: পর্তুগালের ‘কালো চিতা’

ঠোঁটের কোণে কালচে দাগ-ছোপ? কী ভাবে পাবেন দাগ-ছোপ মুক্ত গোলাপি নরম ঠোঁট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে পারদ ঊর্ধ্বমুখী থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হয়েছে মূলত উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে। পাশাপাশি উত্তুরে হাওয়াও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সেই সঙ্গে রাজ্যে প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়া। তাই আগামী তিন দিনে বিভিন্ন জেলায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের।

Skip to content