শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

বাংলা জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রার পারদও কিছুটা পরিবর্তন হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে তিনটি জেলা ভিজতে পারে। তিনটি জেলা হল—মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের অন্য জেলার আবহাওয়া আপাতত শুকনোই থাকবে।
রবিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৯.৬ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি তাপমাত্রা। শনিবারের চেয়ে সামান্য বেশি। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৮.৩ ডিগ্রি। শনিবার দিনের সর্বোচ্চ পারদ ছিল ২৮.১ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আরও পড়ুন:

মুক্তির ছ’মাস আগেই ‘পুষ্পা ৩’-এর ঘোষণা অল্লু অর্জুনের, ‘পুষ্পা ২’ আসছে ১৫ অগস্ট!

পঞ্চমে মেলোডি, পর্ব-৫১: পঞ্চমের মিউজিক-ম্যাজিক—অ্যায়সা সামা না হোতা…

এদিকে, উত্তরবঙ্গে আবার আগামী সপ্তাহে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে রবিবার থেকে একটানা বৃষ্টি শুরু হতে পারে। হালকা বৃষ্টি হবে। তবে বৃষ্টির সঙ্গে কুয়াশাও থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। কালিম্পঙে বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে। পূর্বাভাস বলছে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। এ ছাড়া, আগামী বুধবার থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

Skip to content