রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস। আগামী রবিবার এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের সব জেলাতেই শুক্রবার এবং শনিবার শুকনো আবহাওয়া থাকবে। তবে শুক্রবার এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে।
কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩১ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম তাপমাত্রা। ২০.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা, যা এই সময় স্বাভাবিকই। শুক্রবার তাপমাত্রার পারদের বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘমুক্ত থাকবে।
আরও পড়ুন:

রোজ ২ লিটার জল খেতেই হবে! পর্যাপ্ত জলপান না করলে কী কী অসুবিধে হতে পারে?

প্রথম ছবিতেই বাবার সঙ্গে সুহানা! কোন চরিত্রে থাকছেন শাহরুখ?

আবহাওয়া দফতর সুত্রে জানা গিয়েছে, বসন্ত এসে গিয়েছে। শীত বিদায়য়ের জন্য উত্তুরে হাওয়া ফেরাপ পথ ধরেছে। এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে। এই দুয়ের সংঘাতের জেরে তৈরি হচ্ছিল বজ্রগর্ভ মেঘসঞ্চার। তার প্রভাবে কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছিল। এর সঙ্গে ছত্তীসগঢ়ের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। রবিবার এবং সোমবার কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Skip to content