ছবি: প্রতীকী। সংগৃহীত।
ঠান্ডা স্বমহিমায় ফিরবে কি না? শীতকাতুরেদের এই প্রশ্নের জবাব মিলেছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, ডিসেম্বরের এই শেষ কয়েকটা দিনে তাপমাত্রার পারদের বিশেষ হেরফের হওয়ার কোনও সম্ভাবনাই নেই। অর্থাৎ, চলতি বছরে হাড়কাঁপানো ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। বরং কয়েক দিনে স্বাভাবিকের উপরেই তাপমাত্রা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
স্ত্রী মা হওয়ার আগেই প্রতিশ্রুতি, অনুষ্কাকে কী কথা দিয়েছিলেন বিরাট?
হৃদ্রোগের আশঙ্কা বাড়ায় কোলেস্টেরল, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোন ফল খাবেন?
কলকাতায় মঙ্গলবার সকালে সর্বোচ্চ পারদ ছিল ২৫ ডিগ্রি। সর্বনিম্ন পারদ ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় আগামী কয়েক দিনও তাপমাত্রার পারদ এরকমই থাকতে পারে, এমনটাই হাওয়া দফতর জানিয়েছে। তাপমাত্রার এই স্থিতাবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জেলা সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।