বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

এখনই গরম কমার কোনও লক্ষণই নেই। আগামী সপ্তাহ পর্যন্ত অসহনীয় দহন এবং তাপপ্রবাহে জ্বলবে বাংলা! এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। তীব্র দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে। বাড়বে গরম। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। যদিও এখনই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।
উল্লেখ্য, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম। এই সাত জেলায় তাপমাত্রার পারদ আরও বাড়বে। এখনই এই তীব্র গরম থেকে রেহাই মিলবে না। এই সাত জেলার পাশাপাশি কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও হাওয়া দফতর তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৫: সুন্দরবনের প্রকৃত ম্যানগ্রোভ ও ম্যানগ্রোভ-সহযোগীরা

আলিপুর আবহাওয়া দফতর এ-ও জানিয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে আগামী তিন দিনে দিনের তাপমাত্রার পারদ তিন ডিগ্রির পর্যন্ত বাড়তে পারে। শুধু তাই নয়, তার পর দু’দিনও প্রায় একই রকম তাপমাত্রা বজায় থাকবে। শনিবার আকাশ পরিষ্কার থাকবে। আপাতত আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৩: ‘সুরের পরশে’ তুমি-ই যে শুকতারা

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৯: কামিনী রায়, জনৈক বঙ্গমহিলা

শনিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২৯.৩ ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। শুক্রবার রাজ্যে সব থেকে গরম পড়েছে কলাইকুন্ডায়। গতকাল রাজ্যের ১১ জায়গায় হয়েছে তাপপ্রবাহ। এর মধ্যে তীব্র হয়েছে ছ’ জায়গায়।

Skip to content