ছবি: প্রতীকী।
বৈশাখ শেষ হতে এখনও সপ্তাহ দুই বাকি। এই তীব্র দহন থেকে কবে মুক্তি মিলবে, সেই আশায় দিন গুনে চলেছেন বঙ্গবাসী। যদিও এখনও ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে গরম থেকে এখনই স্বস্তির মিলছে না। এখনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দাপট দেখাবে তাপপ্রবাহ। কলকাতায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপপ্রবাহের জন্য বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ পারদ ছিল ৩৯.১ ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশিই।
আরও পড়ুন:
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৬৪: ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো, ভিতর বাইর দেখা যায়
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৪: সুন্দরবনের সুন্দরী গাছ
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এর জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারা করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সঙ্গে তীব্র গরম অনুভূত হবে। দিনভর অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৫৩: ‘সুরের পরশে’ তুমি-ই যে শুকতারা
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৯: কামিনী রায়, জনৈক বঙ্গমহিলা
বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বেশ গরম পড়বে। বুধবার থেকে রবিবার পর্যন্ত মালদহ-সহ তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দুই দিনাজপুর জেলায়।