ছবি: প্রতীকী। ছবি: সংগৃহীত।
দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বুধবার থেকে তাপপ্রবাহ শুরু হতে পারে। এমনই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ মঙ্গলবারও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে মঙ্গলবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড় হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে। তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল বুধবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। এই পাঁচ জেলা তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছড়িয়ে যেতে পারে। এছাড় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আবহাওয়া অস্বস্তিকর থাকবে। সোমবারই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর এবং পানাগড় শহরে। পানাগড়ে তাপমাত্রা ছিল সর্বোচ্চ, ৪১.৭ ডিগ্রি। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন? জেনে নিন এসি-র খুঁটিনাটি
ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে কী করবেন? রইল টিপস
এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে মঙ্গল এবং বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সঙ্গে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। বুধবারের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হবে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:
জল ঠিক মতো খাওয়া হচ্ছে না? শরীর কিন্তু নিজেই জানিয়ে দেবে, কোন ৫ উপসর্গে একদমই অবহেলা নয়?
চাল ধোয়া জল ফেলে দেন? জেনে নিন এই জল কোন কোন কাজে ব্যবহার করতে পারেন
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী ছিল। সোমবারের তুলনায় মঙ্গলবার তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি। আজ মঙ্গলবার তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে আলিপুর হাওয়া দফতর জানিয়েছে।