শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

দহনজ্বালার মাঝে এল বৃষ্টির বার্তা। দক্ষিণবঙ্গে সপ্তাহান্তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে চলেছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের তিনটি জেলায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বর্ষণ হতে চলছে। আশা করা যাচ্ছে, দক্ষিণবঙ্গে গত দু’দিনের অসহনীয় গরম কিছুটা কমবে। আবার বর্ষণ না হলেও অন্য জেলাগুলির আবহাওয়া সামান্য হলেও সহনীয় থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে শনিবারই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। আপাতত কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আলিপুরের হাওয়া দফতর এও জানিয়ে দিয়েছে, কলকাতার পার্শ্ববর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টি না হলেও শুক্রবার থেকে তাপপ্রবাহের সতর্কতা থাকছে না।
আরও পড়ুন:

ভ্যাকসিনে আটকানো যাবে ক্যানসার, হার্ট আ্যটাক বা অটোইমিউন ডিজিজের মতো মারণ ব্যাধি

হাত বাড়ালেই বনৌষধি: কাঁচা মিঠে আমের এই সব গুণাগুণ জানতেন?

কনট্যাক্ট লেন্স পরতে ইচ্ছে করে? লেন্স ব্যবহারের সঠিক পদ্ধতি জানেন কি

বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই। শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা থাকছে দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। তবে শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা কমবে।

Skip to content