মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে। এই কর্মবিরতির প্রেক্ষিতে নবান্ন এ বার নির্দেশিকা জারি করল। এই নির্দেশে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কর্মীদের আগামী সোমবার এবং মঙ্গলবার অফিসে আসতেই হবে। সোমবার এবং মঙ্গলবার কর্মবিরতিতে অংশ নিলে কড়া পদক্ষেপ করা হবে। এমনকি, প্রয়োজনে তাঁদের শো-কজও করা হতে পারে। রাজ্য সরকার শনিবার এ কথা জানিয়ে দিয়েছে।
নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য সরকারের অর্থ দফতর। তাতে বলা হয়েছে, সরকারি কর্মীরা সোম ও মঙ্গলবার কাজে যোগ না দিলে কর্মজীবন থেকে তাঁদের এক দিন বাদ পড়বে। শো-কজও করা হতে পারে। অসুস্থ হলে বা হাসপাতালে ভর্তি করানো হলে বা কারও মৃত্যু হলে উপযুক্ত কাগজপত্র পেশ করলে ছুটি মঞ্জুর হবে। সোম ও মঙ্গলবার অন্য কোনও কারণে ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা। হাফ ছুটিও নেওয়া যাবে না।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৩: সুন্দরবনের সুন্দর মাছ

স্বাদে-আহ্লাদে: সকালে জলখাবারে থাক নতুনত্ব, বানিয়ে ফেলুন সুস্বাদু পালক পনির পরোটা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-২: এসেছে দৈব পিকনিকে

এদিকে, রাজ্য সরকার বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পরেই সরকারি কর্মচারী পরিষদের সদস্যেরা সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার নব মহাকরণের সামনে প্রতিবাদ দেখান। সংগঠনের অভিযোগ, রাজ্য বাজেটে বকেয়া ডিএ-র কোনও উল্লেখ নেই। রাজ্যের ৩% ডিএ দেওয়ার প্রতিবাদে এই পদক্ষেপ করা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চও সোম ও মঙ্গলবার ২০ এবং ২১ ফেব্রুয়ারি দ্রুত বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে। তাদের কথায়, তারা তিন শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত মানছেন না। এই আন্দোলন চলবে ৩৮ শতাংশ ডিএ না মেটানো পর্যন্ত।

Skip to content