সোমবার ৮ জুলাই, ২০২৪


গত ৩০ ডিসেম্বর, শুক্রবার উচ্চ প্রযুক্তি সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে। ট্রেনটির নিরাপত্তা ব্যবস্থা থেকে খাওয়া-দাওয়া, যাত্রী স্বাচ্ছন্দ প্রভৃতি বিষয়ে রেল বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছে। টিকিটের দাম, কোথায় কোথায় থামবে থেকে শুরু করে আর কী কী বিশেষ ব্যবস্থা রয়েছে ট্রেনটিতে জেনে নিন একঝলকে।
 

কী কী সুবিধা রয়েছে

বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার বিবিধ সুবিধা রয়েছে। বিশেষ এই ট্রেনটিতে থাকবে উচ্চপ্রযুক্তির ১০৬টি সিসি ক্যামেরা। যাত্রীরা চাইলে এলিয়ে বসতে পারবেন। প্রত্যেক আসনের নীচে নিজস্ব মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে। বই পড়ার জন্য আলোর বন্দোবস্তও আছে। প্রতি কোচে ৩২ ইঞ্চির বড় ডিসপ্লে সিস্টেম সেট করা আছে। এমনকি, জরুরি প্রয়োজনে বা বিপত্তি দেখা দিলে ‘টক ব্যাক’ ব্যবস্থায় চালকের সঙ্গে কথা বলা যাবে। এই ট্রেনের শৌচাগার বিমানের মতো, অর্থাৎ ভ্যাকুয়াম শৌচাগার থাকছে। বিশেষ ভাবে সক্ষমদের কথা ভেবে হুইলচেয়ার ঢোকার মতো বড় শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে। ট্রেনের বন্দে ভারত এক্সপ্রেসের সামনে লাল ও সবুজ আলো জ্বলবে। পতাকার বদলে ওই আলোর সঙ্কেতেই ট্রেন ছুটবে।

 

ভুরিভজের বন্দোবস্ত

বঙ্গের বন্দে ভারতে বাঙালি রুচির কথা মাথায় রেখে আমিষও ঠাঁই পাচ্ছে। পরিকল্পনায় রয়েছে হচ্ছে নববর্ষ ও দুর্গাপুজোর বিশেষ মেনুরও। বিশেষ শ্রেণির টিকিট বুক করলে থাকতে পারে ডাবের জলের আপ্যায়ন। চা-কফিও থাকবে। পাওয়া যাবে বাসমতি চালের ভাত, তরকারি, মাছের ঝোল, ডাল, চিকেন, ফিশ ফ্রাই। খাবার সুবিধা অনুযায়ী গরম এবং ঠান্ডা রাখার ব্যবস্থা থাকছে।
 

বন্দে ভারত ট্রেনের গতি

বন্দে ভারত ট্রেনের সর্বাধিক গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির রেলপথের দূরত্ব ৫৫৬ কিলোমিটার। যেখানে অন্যান্য ট্রেনে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগে অন্তত ১২ ঘণ্টা, সেখানে বন্দে ভারতের পৌঁছন যাবে মাত্রা ৮ ঘণ্টায়! মানে অন্যান্য ট্রেনের থেকে ৪ কমপক্ষে ৪ ঘণ্টা আগে গন্তব্যে পৌঁছে যাবেন যাত্রীরা।শতাব্দী এক্সপ্রেসে এই একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ৮ ঘণ্টা ২০ মিনিট। বন্দে ভারত সেই দূরত্ব কমিয়ে আনবে আরও ৫০ মিনিট।
বন্দে ভারত এক্সপ্রেসকে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের তুলনায় খানিক এগিয়ে রাখার কথা ভাবছে রেল। যাত্রার অন্তত এক পিঠে যদি অন্তত আধ ঘণ্টা কমানো যায় সেই চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, ভবিষ্যতে আরও এক ঘণ্টা সময় কমানোর চেষ্টা করা হবে। তারই অঙ্গ হিসেবে খানা থেকে গুমানি এবং মালদহ থেকে শিলিগুড়ির মধ্যে কিছুটা গতি বাড়ানোর চেষ্টা চলছে।
কিন্তু হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারতের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটারের সীমা পেরোবে না। রেল জানাচ্ছে, ডানকুনি থেকে খানা জংশনের মধ্যে বন্দে ভারতের সর্বাধিক গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তার পর রেললাইনের স্বাস্থ্যের কারণেই গতি আর বাড়ানো যাবে না। এমনকি ১০০ কিলোমিটার গতিবেগেও চালানো যাবে না ট্রেন।

আরও পড়ুন:

দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং..., পর্ব-৫০

ডায়াবিটিসে ভুগছেন? সকালের জলখাবারে কী ধরনের খাবার খেতে পারেন? রইল ডক্তারবাবুর জরুরি পরামর্শ

 

কোথায় কোথায় থামবে

সাধারণ দিনে বোলপুর (শান্তিনিকেতন), মালদহ টাউন এবং বারসোই স্টেশনে দাঁড়াবে এই সেমি হাইস্পিড ট্রেন।
 

বন্দে ভারতে কোন কোন শ্রেণির কোচ থাকছে?

সাধারণত যে সমস্ত ট্রেনে যাত্রীকে রাত কাটাতে হয় না, সেখানে চেয়ার কারের বন্দোবস্ত থাকে। বন্দে ভারতেও চেয়ার কারেরই ব্যবস্থা থাকছে। তবে দু’রকম কামরা থাকবে। একটি এসি চেয়ার কার এবং আর একটি এগ্‌জিকিউটিভ চেয়ার কার।
 

কবে, কখন ছাড়বে

আধুনিক প্রযুক্তির সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস চলবে সপ্তাহে ৬ দিন। ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে হাওড়া থেকে বন্দে ভারত ট্রেনটি ছাড়বে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২৫ মিনিটে। ট্রেনটি ফের নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ৩টে বেজে ৫ মিনিটে ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে, পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে।

আরও পড়ুন:

আপনার হাড় দুর্বল হয়ে গিয়েছে? এই চারটি যোগাসন নিয়মিত করছেন তো?

উদ্বেগের জন্য চুল পড়ছে, না কি চুল পড়ায় বাড়ছে উদ্বেগ? সমীক্ষা কী বলছে?

 

ভাড়া কত?

এসি চেয়ারকারে চেপে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাত্রীপিছু খাবার এবং কর নিয়ে ১,৫৬৫ টাকা করে লাগবে। যাত্রী ট্রেনে পরিবেশন করা খাবার নাও নিতে পারেন। খাবার বাদ দিলে টিকিটের দাম থেকে ৩৭৯ টাকা বাদ হয়ে যাবে। সেক্ষেত্রে টিকিটের দাম পড়বে ১,১৮৬ টাকা। খাবার এবং কর নিয়ে এগ্‌জিকিউটিভ ক্লাসের টিকিটের দাম লাগবে ২,৮২৫ টাকা করে। এগ্‌জিকিউটিভ ক্লাসে খাবারের দাম ৪৩৪ টাকা করে। সেই টাকা বাদ দিলে টিকিটের দাম পড়বে ২,৩৯১ টাকা।
এসি চেয়ারকারে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য লাগবে ১,৪৪৫ টাকা। খাবার বাদ দিলে খরচ পড়বে ১,১৮৮ টাকা। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় আসার জন্য এগ্‌জিকিউটিভ ক্লাসে জন পিছু খরচ পড়বে ২,৬৭০ টাকা করে। খাবার ও কর নিয়ে। খাবার না নিলে টিকিটে দাম ২,৬৭০ টাকা থেকে ২৭৯ টাকা বাদ হয়ে যাবে। তখন খরচ পড়বে ২,৩৯১ টাকা।


Skip to content