ছবি প্রতীকী
সপ্তাহান্তে কিছুক্ষণের জন্য ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটার প্রক্রিয়া বন্ধে থাকবে। রেল এই পরিষেবা বন্ধ রাখবে ১০ মিনিটের জন্য। শুক্রবার রেল কর্তৃপক্ষ এক বিবৃতি প্রকাশ করে পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে রেল জানিয়েছে, মূলত প্রযুক্তিগত উন্নতিকরণের এই সিদ্ধান্ত নিয়েছে। ইউটিএস বা রেলের অসংরক্ষিত টিকিট সংক্রান্ত পরিষেবা ১০ মিনিটের জন্য ব্যাহত হবে।
রেল জানিয়েছে, ট্রেনের ইউটিএস পরিষেবা আগামীকাল ৪ ডিসেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। প্রযুক্তিগত উন্নতির প্রয়োজনে সফটঅয়্যার আপগ্রেড করা প্রয়োজন। সে প্রক্রিয়া সম্পন্ন করতে রেলের টিকিট সংক্রান্ত পরিষেবা ১০ মিনিটের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। ফের পরিষেবা স্বাভাবিক হবে রাত থেকেই।
আরও পড়ুন:
শীতলতম দিন! কলকাতায় এক ধাক্কায় অনেকটাই পারদ পতন, দু’দিনে আরও কমবে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া দফতরের
‘পিকা’ রোগে আক্রান্ত কিশোরীর পাকস্থলীতে ৩ কেজি চুল! কী এই রোগ?
হেঁশেলের মশলাতেই রয়েছে ক্যানসার প্রতিরোধের উপাদান, কোনগুলি ব্যবহার করবেন?
এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, সফটঅয়্যার রিবুট করা হবে রাত ১২টার সময়। এর জেরে অল্প সময়ের জন্য পরিষেবা ব্যহত হতে পারে অনুমান করেই রেল যাত্রীদের সুবিধার্ধে এই আগাম ঘোষণা করা হয়েছে।