শুক্রবার সকাল থেকেই সফর শুরু।
‘ঐতিহাসিক’ সফরের সাক্ষী হওয়ার ‘কাউন্টডাউন’ শুরু হয়ে গিয়েছে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই যাত্রীদের নিয়ে গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রো রেল। তাতে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৭টায় প্রথম মেট্রো ছাড়বে। সেটি এসপ্ল্যানেড থেকে যাবে হাওড়া ময়দানের উদ্দেশে। প্রথম দিন গঙ্গার নীচের সফর। তাই যাত্রীদের প্রবল উন্মাদনা। এসপ্ল্যানেড-হাওড়া ময়দান— এই ৪.৮ কিলোমিটার দূরত্বের সফর নিয়েই আমজনতার মধ্যে উৎসাহ বেশি।
গঙ্গার নীচ সুড়ঙ্গে নীল আলো জ্বলবে। ওই আলোই বলে দেবে যে আপনি এখন ঠিক গঙ্গার নীচেই রয়েছেন। এই রুটে স্টেশনগুলি হল— হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড। হাওড়া রেলস্টেশনের পুরনো এবং নতুন কমপ্লেক্সের মাঝখানে হাওড়ায় মেট্রো স্টেশনটি করা হয়েছে। এতে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীদের অনেকটা সুবিধা হবে মেট্রো ধরতে।
আরও পড়ুন:
রাতে কি মুখ ধুয়েই ঘুমোতে যান? এই ৫ ভুল করলেই কিন্তু বারোটা বাজবে ত্বকের
চল্লিশেও চাই যৌবনের জেল্লা? স্নানের জলে মিশিয়ে নিন হেঁশেলে থাকা এই জরুরি উপদান
মেট্রো রেল জানিয়েছে, হাওড়া স্টেশন থেকে একটি টিকিটেই দক্ষিণেশ্বর বা কবি সুভাষ পর্যন্ত যাওয়া যাবে। যাঁরা হাওড়ার দিক থেকে আসছেন, কিন্তু তাঁদের গন্তব্য অন্য রুটে সেক্ষেত্রে ট্রেন বদল করতে হবে এসপ্ল্যানেড থেকে। এর জন্য এসপ্ল্যানেড স্টেশন চত্বরের ‘কমন প্যাসেজ’ দিয়ে যাত্রীদের যেতে হবে। কার্ড বা টোকেন এক মেট্রোর গেটে পাঞ্চ করে অন্য মেট্রোয় সফর করা যাবে। এই যেমন ধরুন, ইডেনে ক্রিকেট খেলা দেখার পরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গেট দিয়ে প্রবেশ করে উত্তর-দক্ষিণ মেট্রো সহজে ধরে নেওয়া যাবে। একই রকম ভাবে, নিউ মার্কেট থেকে সামনের গেট দিয়ে ঢুকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চলে যাওয়া ওঠা যাবে।
আরও পড়ুন:
‘তুমি খুব খারাপ অভিনয় করো’! মনীষাকে কেন বলেছিলেন বিধু বিনোদ চোপড়া?
কিছুতেই মাংস সিদ্ধ হচ্ছে না? মটন কষা রান্নার আগে জেনে নিন এই ৪টি উপায়
উল্লেখ্য, গত ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার নীচের মেট্রোপথের উদ্বোধন করেন। ওই দিনই তিনি জোকা-তারাতলা এবং নিউ গড়িয়া-রুবি মেট্রো রেলেরও উদ্বোধন করেন। যদিও এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুট নিয়েই যাত্রীদের মধ্যে উন্মাদনা বেশি।