২টি দূরপাল্লার ট্রেনে থমকে গিয়েছে একই লাইনে। ঝড়ে প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় এই বিপত্তি দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় একই লাইনে পর পর ২টি দূরপাল্লার ট্রেনে থমকে আছে। এর ফলে ওই লাইনের অন্যান্য ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। সেই সঙ্গে গাড়ি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সব মিলিয়ে সড়কপথের যাত্রীরাও বেশ বিপদে পড়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধে ৬টা নাগাদ। আচমকা আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। বনপাশ স্টেশনের কাচাকাছি রেলগেটের কাছে ঘটনাটি ঘটে। সরাইঘাট এক্সপ্রেসও সেখানেই আটকে রয়েছে।
আরও পড়ুন:
ধাপায় বাজ পড়ে মৃত্যু দুই মহিলার, গুরুতর জখম এক জন
টুথপেস্টের টিউবে ভিন্ন ভিন্ন রঙের অর্থ কী? সত্যিটা জানলে অবাক মনে হতে পারে
এদিকে, ঝাপটের ঢাল স্টেশনের কাছে হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফও ভেঙে গিয়েছে। ট্রেন ২টি আটকে থাকায় রেল যাত্রীরা হয়রানের শিকার হয়েছেন। বনপাস স্টেশনের কাচাকাছি রেলগেটটি আটকে পড়ে থাকায় বহু মানুষ সমস্যায় পড়েছেন। নিত্যযাত্রীরা সড়কপথ দিয়ে যাতায়াত করছেন।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৩৭: স্বপ্নে দেখা রাজকন্যা ‘সাগরিকা’
ফ্ল্যাট বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন? বাস্তুশাস্ত্র মতে কেনার আগে অবশ্যই নজর দিন এই বিষয়গুলিতে
পূর্বরেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। দীর্ঘ ক্ষণ ২টি ট্রেন আটকে থাকায় আপ বর্ধমান রামপুরহাট লোকালও তার পিছনে আটকে রয়েছে। ওই লোকাল ট্রেনটি বর্ধমান ও তালিত স্টেশনের মাঝে থমকে আছে। বর্ধমান স্টেশনে আটকে রয়েছে আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার।