রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী।

কয়েক মাসের মধ্যেই শিয়ালদহের সব শাখাতেই ১২ কামরার ট্রেন চালু হয়ে যাবে। এমনটাই জানিয়েছে পূর্ব রেল। মঙ্গলবার পূর্ব রেল জানিয়ে দিয়েছে, শিয়ালদহের সব শাখায় ১২ কামরার লোকাল ট্রেন চালাতে যে ধরনের পরিকাঠামো দরকার ছিল, তা প্রায় শেষের পর্যায়ে। সেই কাজও লোকসভা ভোট শেষ হওয়ার এক মাসের মধ্যেই হয়ে যাবে। আর তার পরেই ১২ কামরার এই নতুন পরিষেবা চালু হয়ে যাবে।
শিয়ালদহ শাখায় শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ বিভাগ এই তিনটি লাইনের ট্রেন যাতায়াত করে। আগেই শিয়ালদহ দক্ষিণের সব ইএমইউ ট্রেনকে ১২ বগির করে দেওয়া হয়েছে। বাকি দুই বিভাগে ১২ বগির ট্রেন পরিষেবা ছিল না। উলটে বেশির ভাগ ট্রেনই ৯ বগির ছিল।
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৬৩: কল্যাণসাধনই গুরুর একমাত্র লক্ষ্য

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৩: সুন্দরবনের পশ্চিমাংশে ম্যানগ্রোভ

শিয়ালদহের যে দুই শাখায় ১২ বগির ট্রেন পরিষেবা নেই সেখানে খুবই ভিড় হয়। এতে যাত্রীদের খুবই পড়তে হয়। পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা ভাবলেও বগির সংখ্যা বাড়াতে পারছিল না। কারণ, তা বাস্তবায়িত করা কঠিন ছিল। কারণ, কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্যও বাড়বে। আবার শিয়ালদহের এই দুই বিভাগের সব স্টেশন দৈর্ঘ্যে বড় নয়। তাই প্রথমেই পূর্ব রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু করেন। পাশাপাশি চলতে থাকে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজও।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৪: নোবেল পাওয়ায় বন্ধু দিয়েছিলেন লজ্জাবতীর চারা

উত্তম কথাচিত্র, পর্ব-৬২: ধনময়ী জ্ঞানময়ী-র পাশে ‘মানময়ী গার্লস স্কুল’

এ প্রসঙ্গে পূর্ব রেল জানিয়েছেন, পূর্ব রেলের শিয়ালদহ শাখা অন্যতম ব্যস্ত স্টেশন। ফলে এই কাজ সম্পন্ন করা খুব সহজ ছিল না। কারণ, কাজের জন্য ট্রেন পরিষেবা যত ক্ষণ বন্ধ রাখা দরকার, তা শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশন বন্ধ রাখা সম্ভব ছিল না। নানা প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হয়েছে। শিয়ালদহ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শেষের পথে। ১, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের কাজও চলছে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ সমাপ্ত হলেই শিয়ালদহ সব বিভাগেই ১২ কামরার ট্রেন চালবে। পূর্ব রেল কর্তৃপক্ষের অনুমান, লোকসভা ভোট পর্ব শেষ হওয়ার এক মাসের মধ্যেই অর্থাৎ জুন মাস নাগাদ কাজ শেষ হয়ে যাবে। আর তার পরেই সব বিভাগে ১২ কামরার লোকাল ট্রেন পরিষেবা চলবে।

Skip to content