ছবি: প্রতীকী।
নৈহাটির কাছে বিগড়ে গিয়েছে সিগন্যাল। এর জেরে শিয়ালদহ মেন শাখায় থমকে গেল ট্রেন পরিষেবা। সপ্তাহের শুরু দিনে এমন ঘটনায় বেশ ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। যাত্রীদের একাংশের কথায়, বেশ কিছু শিয়ালদহমুখী ট্রেন একাধিক রেল স্টেশনে আটকে আছে। কিছু সংখ্যক ট্রেন চলাচল করলেও সেগুলি আবার নির্দিষ্ট সময়ের থেকে কমবেশি ৪০ থেকে ৪৫ মিনিট দেরিতে গন্তব্যে গিয়ে পৌঁছচ্ছে।
সমস্যা সমাধানে নৈহাটিতে পাঠানো হয়েছে আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের। খতিয়ে দেখা হচ্ছে ঠিক কী কারণে এমন বিভ্রাট হল। রেল যাত্রীদের আশ্বাস দিয়ে জানিয়েছে, দ্রুত সমস্যা মিটে যাবে। তবে রেল সূত্রে জানা গিয়েছে, এখনও অবধি ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি।
আরও পড়ুন:
রাজ্য জুড়ে অসহনীয় গরম, কোথাও ঝড়বৃষ্টি, কোথাও তাপপ্রবাহের সতর্কতা! কোন কোন জেলা ভিজতে পারে?
কন্ডোম ছাড়া মিলনে সুখ বেশি, কিন্তু বিপদের ভয়ও অনেক, কোন ৫টি ভুল মারাত্মক হয়ে উঠতে পারে?
তবে রেল সূত্রে এও জানা গিয়েছে, নৈহাটির সিগন্যালের সার্ভার ঠিক কার হয়েছে। কিন্তু সার্ভার ঠিক মতো কাজ করলেও ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যেতে পারে।