রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

ডাবলিংয়ের কাজের জন্য বারাসত-হাসনাবাদ শাখায় দু’দিন কোনও ট্রেন চলাচল করবে না। পূর্ব রেল সোমবার এক বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৭ এবং ১৮ এপ্রিল বারাসত-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। ১৯ তারিখ থেকে আবার আবার ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এ প্রসঙ্গে মঙ্গলবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “শিয়ালদহ ডিভিশনের সণ্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে ডাবলিংয়ের কাজ শুরু আগামী সোমবার, ১৭ এপ্রিল থেকে করবে। ডাবলিংয়ের কাজ শুরু হবে ১৬ এপ্রিল, রবিবার রাত ১২টা থেকে, চলবে দু’দিন ধরে। অর্থাৎ ১৭ এপ্রিল রাত ১২টা থেকে ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বারাসত-হাসনাবাদ শাখায় কোনও ট্রেন চলাচল করবে না। ১৯ এপ্রিল থেকে আবার ট্রেন চলাচল শুরু হবে।”
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১২: দ্রুত গাড়ি চালিয়ে ঢুকে পড়লাম নিকটবর্তী একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে

বড়ই ছোট বক্ষযুগল? মালিশ থেকে আসন, স্তনের মাপ বাড়ানোর অনেক ঘরোয়া উপায় আছে

কৌশিক মিত্র এও বলেন, “পূর্ব রেলের এই ডাবলিংয়ের কাজের জন্য বারাসত-হাসনাবাদ শাখার যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সব যাত্রীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।” উল্লেখ্য, মোট ১৭টি স্টেশন রয়েছে বারাসত থেকে হাসনাবাদের মধ্যে। এই শাখায় রোজ লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন।

Skip to content