ছবি: প্রতীকী।
আচমকা ঝোড়ো হাওয়ায় রেললাইনের উপর গাছ পড়ল। এর জেরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। উত্তর ২৪ পরগনার পলতা স্টেশনের কাছাকাছি এলাকায় গাছ পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সব মিলিয়ে বিপাকে পড়েছেন রেল যাত্রীরা।
আরও পড়ুন:
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
মঙ্গলবার বিকেল নাগাদ বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড় হয়। তাতে পলতায় দু’টি আপ লাইনের মধ্যে একটিতে আস্ত গাছ পড়ে যায়। এর ফলে বিকেল ৫টা ২০ থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত গতিতে রেল পরিষেবা স্বাভাবিকের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘‘আচমকা প্রাকৃতিক দুর্যোগের জন্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে চলে গিয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল।’’